সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা নির্বাচন ক্ষেত্রে ধুঁকতে থাকা গ্রন্থাগার গুলির সংস্কার ও কর্মী নিয়োগ নিয়ে রাজ্য বিধানসভায় সরব হলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। মঙ্গলবার তিনি এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।উল্লেখ পর্বে জনাব সিদ্দিকী পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিকট ভাঙড়ের গ্রন্থাগার সংস্কার ও কর্মী নিয়োগের দাবি করেন।উল্লেখ্য ভাঙড় বিধানসভার ২ টি ব্লকে মাত্র ৫ টি সরকারি গ্রন্থাগার রয়েছে। এগুলি হল ভাঙড় ১ নম্বর ব্লকের ভাঙড় পাবলিক লাইব্রেরি, ঘটকপুকুর নজরুল-সুকান্ত পাঠাগার এবং ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট পল্লী পাঠাগার, বামনঘাটা আশুতোষ পাঠাগার এবং ভোজেরহাট হৃদয়ভূষণ স্মৃতি পাঠাগার। এর মধ্যে কোনো টা একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে আবার কোনো টা কর্মী অভাবে ধুঁকছে।এতদিন ভাঙড়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে সাধারণ নেটনাগরিকরা গ্রন্থাগার গুলির হাল ফেরানোর দাবি করছিলেন। সেই দাবিই বিধায়কের কন্ঠে প্রতিফলিত হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct