অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিমানবন্দর চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাইটস এবং পরিবহণ দফতরের আধিকারিকরা বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন। জানাগিয়েছে, দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর এলাকাতে রয়েছে এই বিমানবন্দর। প্রায় ১৫২ একর জমির মধ্যে রয়েছে ১৩৮০ মিটার রানওয়ে। বাণিজ্যিক বিমানের ওঠানামার জন্য বিমানবন্দরটি সম্প্রসারণ করা দরকার। বিমানবন্দরের কিছু পরিকাঠামোগত বিষয়ে উন্নয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দর চালু করার জন্য যা যা পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন রয়েছে সবেতেই সাহায্য করা হবে। এবিষয়ে ডেপুটি ডিএলআরও সঞ্জয় পন্ডিত জানান, ‘জেলাশাসকের নির্দেশ অনুসারে আজ আমরা বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে এসেছিলাম। যাতে খুব দ্রুত বিমান পরিষেবা চালু করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। রাইটস এবং পরিবহণ দফতরের তরফে উপস্থিত আধিকারিকেরা সমস্ত কিছু সরজমিনে দেখে গেলেন। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যা পদক্ষেপ নেয়ার দরকার পরবে আমরা তা নেব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct