আসিফ রনি, নবগ্রাম, আপনজন: আবারো মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কে।, ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী।জানা যায় নবগ্রামের পলসন্ডা মোড়ে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন দুই যুবক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে পলসনডা মোড়ে। ঘটনায় গুরুতর আহত হয় ওই দুই যুবক ঘটনাস্থলে তারা পড়ে যায়। আহদের বাড়ি পলসন্ডা সংলগ্ন এলাকাতেই বলে জানা যাচ্ছে। স্থানীয়দের তৎপরতায় ও পলসন্ডা মোরে দায়িত্ব থাকা পুলিশদের সহযোগিতায় আহত ওই দুই যুবককে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct