রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: পুরাতন বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড। সোমবার রাতে দফায় দফায় চলল বোমাবাজি। কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠে। পুলিশের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরনে কেঁপে উঠে এলাকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়েই। বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে স্থানীয় কয়েকজন দুষ্কৃতির পাশাপাশি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। রাতেই বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন সামসেরগঞ্জ থানার নবনিযুক্ত ওসি অভিজিৎ সরকার। অভিযোগ, পুলিশের সামনেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনার পরেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। এদিকে সোমবার রাতের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় টহলদারি শুরু করে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। শুরু হয় ধরপাকড়। পুরো ঘটনা তদন্তে নামে সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমাবাজি ও গুলিকাণ্ডে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিসের পক্ষ থেকে ।সোমবার রাতেই ধুলিয়ান এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ঘটনায় জড়িত থাকা অন্যান্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে শুধু সামসেরগঞ্জের ধুলিয়ানেই নয়, সামশেরগঞ্জের মহিশাস্থলী এলাকাতেও বোমাবাজির ঘটনা ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct