আপনজন ডেস্ক: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, টানা তৃতীয়বারের মতো ভারতের সবচেয়ে নিরাপদ শহর হল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয়বারের মতো কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে আবির্ভূত হয়েছে। এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০২২ সালে পূর্ব াঞ্চলীয় মহানগরীতে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৮৬.৫ টি কগনিজেবল অপরাধের ঘটনা ঘটেছে, তার পরেই রয়েছে পুনে (২৮০.৭) এবং হায়দ্রাবাদ (২৯৯.২)। কগনিজেবল অপরাধ হল ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং এসএলএল (বিশেষ ও স্থানীয় আইন) এর ধারায় মামলা দায়ের করা হয়। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে কলকাতায় প্রতি লক্ষ মানুষের মধ্যে ১০৩.৪ টি কগনিজেবল অপরাধের মামলা নথিভুক্ত হয়েছিল, যা এ বছর কমে দাঁড়িয়েছে ৮৬.৫-এ। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১২৯.৫। ২০২১ সালে পুনে এবং হায়দ্রাবাদে প্রতি লক্ষ জনসংখ্যায় যথাক্রমে ২৫৬.৮ এবং ২৫৯.৯ টি অপরাধের ঘটনা ঘটেছে। ২০ লক্ষেরও বেশি জনসংখ্যার ১৯ টি শহরের মধ্যে তুলনা করার পরে ব়্যাঙ্কিং জারি করা হয়। কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি লক্ষ জনসংখ্যায় ২৭.১। কোয়েম্বাটুরের ১২.৯ এবং চেন্নাইয়ের ১৭.১ এর চেয়ে বেশি। এ বছর পূর্বাঞ্চলীয় মহানগরীতে সহিংস অপরাধকমেছে এবং মাত্র ৩৪টি খুনের ঘটনা ঘটেছে, যা গত বছর ছিল ৪৫টি। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে কলকাতায় ১১টি ধর্ষণের ঘটনা ঘটেছে, ২০২১ সালে একই সংখ্যা। এনসিআরবির রিপোর্ট ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০২২’ ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct