আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদী দমনে যে নতুন বিল আনছে তাতে সাংবাদিক সহ সাধারণ মানুষের বড় বিপদ আসছে। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন যারা দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে যারা আমেরিকান সেন্টারে হামলা চালিয়েছে আমরা সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু সন্দেহের বসে আর যার সঙ্গে মতে নীল হবে না তাকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে বিষ আটকে রাখবে এটা ঠিক নয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড অনুযায়ী উত্তর প্রদেশ দিল্লি এই শহরগুলোতে অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি। কলকাতায় সাধারণ মানুষের কথা আমরা ভাবি তাই এই শহর তথ্য অনুযায়ী সবচেয়ে নিরাপদ।, মন্তব্য ফিরহাদের। আইপিসি-র নতুন নাম ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র নতুন নাম ভারতীয় সুরক্ষা সংহিতা। লি-রনতুন নাম ভারতীয় সাক্ষ্য বিল। পুলিশ শেষ কথা বলবে না। সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়বে এই আইন প্রযোজ্য হলে। পুলিশের হাতে ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ১০০ জন অপরাধী শাস্তি পাচ্ছে আর একজন নিরপরাধ শাস্তি পেলে সেটা খারাপ। এই আইন সাধারণ মানুষের সর্বনাশ করবে। যাকে তাকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হবে, মন্তব্য ফিরহাদ হাকিমের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct