আপনজন ডেস্ক: বাংলা ভয় পায় না। আমরা ভারতবর্ষকে ভালোবাসি। বাংলাকে ভালবাসি। মুম্বাইকে ভালবাসি। আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসি। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৯ তম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,বাংলায় প্রচুর জায়গা আছে সেখানে আসুন মুম্বাইয়ের শিল্পীরা। এখানে শুটিং করতে আসুন। সিনেমা শুটিং করতে যান সুন্দরবন, হাওড়া হুগলি , উত্তর ২৪ পরগনা,মিরিক, দার্জিলিং সহ উত্তরবঙ্গে সর্বত্র। বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টলিউডের শুটিং এর সঙ্গে যুক্ত করুন, আহ্বান মুখ্যমন্ত্রীর। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইজান সলমান খানের উদ্দেশ্যে বলেন, আপনি প্রতিজ্ঞা করুন, ভাইজান কথা দিন, যে এখানে বাংলায় ফিল্ম একাডেমি থেকে শুরু করে সবকিছু তৈরি আছে। বাংলায় চলচ্চিত্র শিল্পের সঙ্গে মুম্বাই তথা টলিউডকে যুক্ত করে শুটিং করবেন। সলমান খানকে মাইক হাতে নিয়ে প্রতিজ্ঞা করার আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সলমান খান হাতে মাইক্রোফোন তুলে নিয়ে বলেন ,আমি কথা দিলাম এখানে অর্থাৎ বাংলায় শুটিং করতে আসবো। মুখ্যমন্ত্রী তার ভাষণে আরো বলেন ,বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলা এখন ফিল্ম ডেস্টিনেশন হতে পারে। বাংলার মত অতিথি পরায়ণ কেউ নেই । বাংলায় সিনেমা করুন । আনন্দে থাকুন । আনন্দ করুন। সিনেমার ভাষা সর্বজনীন। বাংলার মানুষ সিনেমার কদর জানে। বাংলা পরিচালকদের অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী আবেদন বলিউডের প্রযোজকরা বাংলাকে প্রমোট করুন। সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আরোও ভালো করে কাজ করতে হবে। বাংলাকে জগৎসভাতে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলা জগৎসভায় বিভিন্ন অ্যাওয়ার্ড - এ ভূষিত হয় সেভাবে প্রতিষ্টিত করতে হবে। বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তার নিজের হাতে আঁকা ছবি সলমান খানকে উপহার দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct