অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দলগতভাবে সোশ্যাল অডিটের দায়িত্ব না দিয়ে, এককভাবে দেয়া হচ্ছে সোশ্যাল অডিটের দায়িত্বভার। যার ফলে সোশ্যাল অডিট বয়কট করতে চলেছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। সোমবার এ বিষয়ে জেলাশাসকের কাছে লিখিত আকারে দাবী পত্র ও তুলে ধরেন গ্রামীণ সম্পদ কর্মীরা। তাদের সাফ দাবি, এককভাবে সোশ্যাল অডিট এর পরিবর্তে দলগতভাবেই সোশ্যাল অডিটের দায়িত্ব দায়িত্ব দেয়া হোক। এদিন ডেপুটেশন কর্মসূচির আগে প্রায় শতাধিক গ্রামীণ সম্পদ কর্মীরা বালুরঘাট হাই স্কুল ময়দানে জমায়েত করেন।এবিষয়ে বালুরঘাট ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী(ভিআরপি) আব্দুল মান্নান সরকার জানান, ‘বিভিন্ন ব্লকেই আমরা ৮-১০ জন করে ভিআরপি রয়েছি। যে গ্রাম পঞ্চায়েতের ভিআরপি হিসেবে আমরা কাজ করি, তার পরিবর্তে পার্শ্ববর্তী কোন গ্রাম পঞ্চায়েতে আমাদের সোশ্যাল অডিট করবার কাজ দেওয়া হয়। মূলত চারটি স্কিমের উপরে আমাদের সোশ্যাল অডিট করতে হয়। এর আগের অর্থবছরে আমরা যে সোশ্যাল অডিট করেছিলাম সেখানে আমরা দলগত ভাবে (টিমওয়াইজ) সোশ্যাল অডিট করেছিলাম। এই বছর আমাদের এক নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, আমাদের দলগতভাবে নয়; বরং এক এক জন ভিআরপি কে একাই সোশ্যাল অডিট করাতে হবে। এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এই অডিট বয়কট করছি এবং আটটি ব্লকের ভিআরপিরা আজ এই ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct