ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। কিছুতেই থামছে না উত্তর কোরিয়া। এজের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেই চলেছে। যতই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধ বাড়াচ্ছেন কিমের সঙ্গে ততই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়ে যাচ্ছে।
ক্রমাগত হারে বেড়েই চলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ ব্যাপারে জানিয়েছে, শনিবার সকালে জাপান সাগরে দু’টি সন্দেহভাজন স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দেড় মাসেরও কম সময়ে সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিবাদে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা হচ্ছে। যৌথ ওই সামরিক মহড়ার বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সামরিক মহড়াটি বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে। এরপরও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী প্রতিনিয়ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও সবসময় পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়ায়া নিশ্চিত করেছেন যে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের জলসীমায় পতিত হয়নি। তবে এই ধরণের কার্যক্রম নিশ্চিতভাবেই রাষ্ট্রসংঘের নিয়ম লঙ্ঘনের দৃষ্টান্ত।
শনিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় উত্তর কোরিয়াকে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। বলেছে, তারা চায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ফের নিরস্ত্রীকরণ আলোচনা শুরু হোক। কিন্তু সেসব উপেক্ষা করেই শনিবার উত্তর কোরিয়া দু দুটি রাসায়নিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে জাপান সাগরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct