সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: রাজ্য বিধানসভায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিপদজ্জনক সেতু সংস্কার ও নতুন সেতু নির্মাণের দাবি জানালেন আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিকী। সোমবার বিধানসভায় সেচ দফতরের মন্ত্রীর কাছে এই দাবি করেন নওশাদ। বিধানসভার শীতকালীন অধিবেশনের উল্লেখ পর্বে সেচ ও জলপথ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিকের কাছে ভাঙড়বাসীর জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি তুলে ধরেন। বিষয়টি বিধানসভায় তুলে ধরায় ভাঙড়বাসীর আশা দ্রুত সংশ্লিষ্ট দফতর কাজ শুরু করবেন। উল্লেখ্য ভাঙড়ের তিনটি খালে ১০ টির মতো সেতুর অবস্থা বেহাল। কয়েকটি জায়গায় নতুন সেতু নির্মাণের ও দাবি করে আসছে স্থানীয়রা। বিপদজ্জনক অবস্থায় রয়েছে কাঠজ্বালা, ছেলেগোয়ালিয়া, বড়ালি, ভাঙড়, পাগলাহাট, চালতাবেড়িয়া, চন্ডিপুর সহ একাধিক সেতু। সাতুলিয়া ও মাঝেরহাট দুই গ্রামের বাসিন্দারা নতুন সেতুর দাবি করে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct