রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের ফরাক্কায় ভয়াবহ দুর্ঘটনার কবলে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। ফারাক্কার বল্লালপুরে জাতীয় সড়ক থেকে হঠাৎ ট্রেনের সামনে এসে পড়ে একটি বালি বোঝায় লরি। ঘটনায় লাইনচ্যুত ইঞ্জিন সহ দুটি বগি। আগুন লেগে যায় ইঞ্জিনে। রবিবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরো এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের আধিকারিকরা। যদিও কোনো হতাহতের খবর মেলেনি। যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কোলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুর ব্রিজের নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লড়ি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক করে। সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লড়ি টিকে। হঠাৎ ব্রেক করাই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা নিচে পড়ে যায়। হতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে রেল দপ্তরের একাধিক আধিকারিক। রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। আসে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে টানা প্রায় দশ ঘন্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয় রেললাইনের ট্রেন পরিষেবা। বিষয়টি নিয়ে মালদার ডিআরএম জানান, রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল কিন্তু এখন তা স্বাভাবিক হয়ে গিয়েছে। কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct