নকীবউদ্দিন গাজী, নামখানা, আপনজন: ব্যাংক ম্যানেজারের সই নকল করে কুড়ি কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায়। কাকদ্বীপ থানার পুলিশ সূত্রে জানা যায় ব্যাংকের লোন করে দেওয়ার নাম করে নামখানার একটি রাষ্ট্র আয়ত্ত ব্যাংক থেকে ব্যাংকের ম্যানেজারের সই নকল করে অ্যাকাউন্ট থেকে কুড়ি কোটি টাকা তুলে নেওয়া হয়। এরপরই কাকদ্বীপ এসবিআই ব্যাংকের ম্যানেজার নামখানার ওই রিজিওনাল ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে কাকদ্বীপ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে কাকদ্বীপ থানার পুলিশ বারাইপুর থেকে ইন্দ্রজিৎ নস্কর ও রুদ্র নস্কর ও কাকদ্বীপ থেকে বাপন মন্ডল কে এই ঘটনায় গ্রেফতার করে আজ কাকদ্বীপ আদালতে পাঠায়। অন্যদিকে কাকদ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ৪৬৭ ৪৬৮ ৪৭১, ১২০বি আইপিসি ধারায় অভিযোগ দায়ের করেছে কাকদ্বীপ থানার পুলিশ, অভিযুক্তদের আদালত চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct