সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: হিমঘরের ভাড়া বৃদ্ধির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতির, বাজারে আলুর জোগানে ঘাটতির আশঙ্কা । রাজ্য সরকারের একতরফা ভাবে হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই কর্মবিরতির জেরে বুধবার থেকেই এ রাজ্যের বাজারগুলিতে আলুর জোগানে ঘাটতি শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরী হয়েছে। সাধারণ মানুষ সমস্যায় পড়লেও আলু চাষি ও সংরক্ষণকারীদের স্বার্থে নিরুপায় হয়েই এই কর্মবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবী প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির।
চলতি বছর এ রাজ্যের প্রায় ৪৫০ টি হিমঘরে কমবেশি ১৩ কোটি ৬১ লক্ষ ৫৬ হাজার প্যাকেট আলু সংরক্ষণ করা হয়েছিল। এর একটা বড় অংশই চাষির আলু। সরকারি নিয়ম অনুযায়ী ডিসেম্বরের আগেই এই আলু বাজারে বিক্রি করে হিমঘরগুলি খালি করে দেওয়ার কথা। কিন্তু চলতি বছর আলুর দাম সেভাবে না মেলায় বেশি দামের আশায় বহু চাষি ও সংরক্ষণকারী এখনো হিমঘর থেকে আলু বের করেননি। এর ফলে ডিসেম্বরের গোড়াতেও রাজ্যের হিমঘরগুলিতে ১ কোটি ৯০ লক্ষ প্যাকেট আলু মজুত হয়ে রয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবী এখনো হিমঘরিগুলিতে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা মূল সংরক্ষিত আলুর ১৪ শতাংশ। ডিসেম্বরের গোড়াতেও হিমঘরগুলিতে যে পরিমান আলু রয়েছে তা বাজারে আনতে হলে ডিসেম্বর গড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বর্ধিত এই একমাসের জন্য দক্ষিণবঙ্গে কুইন্ট্যাল পিছু অতিরিক্ত ১৮ টাকা ৬৫ পয়সা ও উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ১৯ টাকা ১১ পয়সা হিমঘর ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। আলু চাষি ও আলু সংরক্ষনকারীদের দাবী এমনিতেই নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আলু সংরক্ষণের জন্য কুইন্ট্যাল পিছু ১৮৯ টাকা ৮০ পয়সা হিমঘর ভাড়া গুনতে হয়। এর উপর ফের ভাড়া বৃদ্ধি হলে চূড়ান্ত লোকসানের মুখে পড়তে হবে চাষি ও সংরক্ষণকারীদের। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবী একই ভাড়ায় আলু সংরক্ষণের সময়সীমা বৃদ্ধির জন্য আগেই সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা না করে রাজ্য সরকার একতরফে ভাবে সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছে। অবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে ৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct