আপনজন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারের জায়গা পাওয়ার কড়া সমালোচনা করেছিলেন মিচেল জনসন। উসমান খাজার তা সহ্য হয়নি। জাতীয় দলে নিজের ওপেনিং সতীর্থের পক্ষে মুখ খুলেছেন খাজা। বলেছেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। ওয়ার্নার ও স্টিভ স্মিথকে নায়ক বলেই মনে করেন খাজা।জনসনের সুস্থতা নিয়ে প্রশ্ন বেইলিরঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ খেলেই টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাবেন, ৩৭ বছর বয়সী ওয়ার্নার গত জুনেই জানিয়েছেন। ১৪ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টের জন্য দলে ডাকা হয় ওয়ার্নারকে।
এরপর ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ লেখা কলামে অস্ট্রেলিয়ারই সাবেক পেসার জনসন এ নিয়ে বলেন, টেস্টে বাজে ফর্মে থাকা ওয়ার্নারকে কেন ‘নায়োকোচিত বিদায়’ দেওয়া হবে। ‘কেউ আমাকে বলতে পারবেন, এটা কেন’—এমন প্রশ্ন তোলেন জনসন। ওয়ার্নার ২০১৮ সালে কেপটাউন টেস্টে ‘স্যান্ডপেপার–গেট’ কেলেঙ্কারির মূল হোতা ছিলেন, সেটাও মনে করিয়ে দেন। বল বিকৃত করার সেই ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার ও স্মিথ।কিন্তু খাজা আজ সংবাদকর্মীদের বলেন, ‘ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ আমার চোখে নায়ক। কেউ ভুলের ঊর্ধ্বে নন; মিচেল জনসন, আমি, স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারও নয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা খেলাটির জন্য যা করেছে, তা অন্য যা কিছু করেছে, সেগুলোকে ছাপিয়ে যায়। তাই এখন যদি বলা হয়, ডেভিড ওয়ার্নার কিংবা স্যান্ডপেপার–গেটের সঙ্গে জড়িত অন্য কেউ নায়ক নয়, আমি কঠোরভাবে তাতে অসম্মতি জানাই।’এদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্পো’ জানিয়েছে, জনসনের এই কলামের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, অস্ট্রেলিয়ায় রিকি পন্টিংয়ের যুগ আর এখনকার যুগের ক্রিকেটারদের মধ্যে একটা দীর্ঘ ফাটল আছে। গত বছর ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক প্যাট কামিন্সকে ‘ভীরু’ বলেছিলেন জনসন। এর পর থেকে অস্ট্রেলিয়ার বোলারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নীরব হয়ে পড়ে, যেখানে নানা বিষয়ে আলোচনা করতেন জনসন, কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct