আপনজন ডেস্ক: ২০২১ সালে এক আত্মজীবনী লিখেছিলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. কাফিল খান। সেই আত্মজীবনীতে ‘সংখ্যালঘু সম্প্রদায়কে উসকানি দেওয়ার’ অভিযোগে ডা. কাফিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। ২০১৭ সালের গোরক্ষপুর অক্সিজেন ট্র্যাজেডি নিয়ে লেখা তাঁর বই বিশেষ করে মুসলিমদের মধ্যে প্রচার করার অভিযোগে যোগী আদিত্যনাথ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দেওয়ার অভিযোগে ডাক্তার কাফিল খান ও আরও পাঁচজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে উত্তরপ্রদেশে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গোরক্ষপুরের বাবা রাঘব দাস হাসপাতালের অসঙ্গতি তুলে ধরার জন্য ২০১৭ সাল থেকে রাজ্য সরকার কর্তৃক নিরলস ভাবে ডাইনি শিকারের শিকার হওয়া খান ২০২৩ সালের ১ ডিসেম্বর দায়ের করা এফআইআর-এ বিস্মিত হয়েছিলেন, কারণ তাঁর লেখা স্মৃতিকথাটি ২০২১ সালে প্রকাশিত হয়েছিল। তিনি এটিকে শাহরুখ খান অভিনীত সাম্প্রতিক ব্লকবাস্টার চলচ্চিত্র জওয়ান-এ ২০১৭ সালের আগস্টের নিজের অভিজ্ঞতার কাহিনী চিত্রের সাথে যুক্ত করেছিলেন। তা জনমনে প্রভাব ফেলায় এই ব্যবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct