জাইদুল হক, আপনজন: পাঁচ রাজ্যে বিধানসভার ভোট ঘোষিত হয়েছে। রবিবার ঘোষিত চারটি রাজ্যের ফলাফলে রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বিজেপি ১৬৩টি আসন, রাজস্থান ১১৫টি আসন এবং ছত্তিশগড় ৫৪ টি আসনে জয়লাভ করেছে। আর তেলেঙ্গানার ৬৪টি আসনের মধ্যে আটটিতে জয়লাভ করেছে। সব মিলিয়ে চার রাজ্যে মোট ৬৩৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩৪০টি আসনে। আর উল্লেখ্য, এই নির্বাচনে বিজেপি মুসলিমদের একটিও টিকিট দেয়নি।৪০ আসনের মিজোরামে যেহেতু কোনও দলই মুসলিম প্রার্থী দেয়নি তাই তাকে বাদ দিয়ে চার রাজ্য তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ৬৩৮টি আসনের মধ্যে মুসলিম বিধায়কের সংখ্যা ১৫জন। এদের মধ্যে কংগ্রেসের সাতজন, এআইএসআইএম-এর সাতজন ও একজন নির্দল।তেলেঙ্গানায় ১১৯ আসনের মধ্যে যে সাতজন জয়ী হয়েছেন তাদের সবাই আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআএএম থেকে। যদিও ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। মিম-এর জেতা সাতজন বিদায়ক হলেন, আকবরউদ্দিন ওয়াইসি, (চন্দ্রায়ণ গুট্টা), মীর জুলফিকার আলী (চার মিনার), মুহাম্মদ মুবীন (বাহাদুরপুরা), আহমদ বিন আবদুল্লাহ বিলালা (মালিকপ্যাট),মুহাম্মদ মজিদ হোসেন (নামপল্লি),জাফর হোসেন (ইয়াকুতপুরা) ওকাউসার মহিউদ্দিন (কারওয়া)। তেলেঙ্গানায়কংগ্রেস প্রার্থী দিয়েছিল ৬জন। তাদের মধ্যে অন্যতম হল মুহাম্মদ আজহারউদ্দিন ও প্রাক্তন মন্ত্রী মুহাম্মদ আলী শাব্বির। তাদের কেউই জিততে পারেনি। ফলে কংগ্রেস ৬৪ আসনে জিতলেও তাদের কোনও মুসলিম বিধায়ক থাকল না। চন্দ্রশেখর রাওয়ের বিআরএস তিনজন প্রার্থী দিয়েছিল। তাদেরও সবাই হেরেছেন। রাজস্থানে এ বার মোট ছজন মুসলিম বিধায়ক হয়েছেন। তাদের রাজস্থানে কংগ্রেস ১৪ জন মুসলিম প্রার্থীকে প্রার্থী করেছিল, যার মধ্যে পাঁচজন নির্বাচনে জিতেছেন। তারা হলেন, মধ্যপ্রদেশে কংগ্রেস ২৩০ জন প্রার্থীর মধ্যে মাত্র দুটি আসনে মুসলিম প্রার্থী দিয়েছিল। তারা অবশ্য জিতেছে।
ছত্তিশগড়ে কংগ্রেস মহম্মদ আকবরকে প্রার্থী কাওয়ার্ধা থেকে প্রার্থী করেছিল। কিন্তু তিনি নির্বাচনে জিততে পারেননি। যদিও গতবার তিনি কংগ্রেসেরই বিধায়ক ছিলেন।রাজস্থানে মোট পাঁচজন মুসলিম বিধায়ক হয়েছেন। এর মধ্যে কংগ্রেসে যে ১৫ জন মুসলিম প্রার্থী দিয়েছিল তার মধ্যে চারজন জয়ী হয়েছেন। তারা হলেন রফিক খান (আদর্শ নগর), আমিন কাজজি (কিষাণপোল), জুবায়ের খান (রামগড়), হাকিম আলি খান (ফতেহপুর) এবং জাকির হুসেন গেসাওয়াত (মাকরানা)। আরনির্দল প্রার্থী হিসেবে ইউনিস খান দেদওয়ানা কেন্দ্র থেকে জিতেছেন।অবশ্য, রাজস্থানে ২০১৮ সালে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৯ জন। তা কমে হল পাঁচজন। কংগ্রেসের যেসব মুসলিম প্রার্থী হরেছন তাদের মধ্যে রয়েছেন দু’জন মন্ত্রী সালেহ মহম্মদ ও জাহিদা খান। মহম্মদ পোখরান আসনে ৩৫,৪২৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন মহন্ত প্রতাপ পুরীর কাছে। তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন। জাহিদা খান কামান আসনে হেরে গেছেন।এছাড়া রফিক ম্যান্ডেলিয়া ও নাসিম আখতারও পরাজিত হয়েছেন। ম্যান্ডেলা এর আগে ২০১৩ ও ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে এবং ২০১৪ ও ২০১৯ সালে দুটি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেসের অন্য পরাজিতদের অন্রতম হলেন ইমরান খান (তিজারা), দানিশ আবরার (সোয়াই মাধপুর), ওয়াজিব আলী (নগর), নাঈমুদ্দিন গুড্ডু (লাডপুরা) এবং শাহজাদ আইয়ুব (সুরসাগর)।মধ্যপ্রদেশে মাত্র দুজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তারা দুজনেই কংগ্রেসের। তারা হলেন আতিফ আরিফ আকিল (উত্তর ভোপাল)আরিফ মাসুদ (মধ্য ভোপাল)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct