মিলটন মণ্ডল, করিমপুর, আপনজন: শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের দাবি নিয়ে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন নদিয়ার করিমপুরে। রবিবার তিন দফা দাবি নিয়ে করিমপুরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল করিমপুর মাঙ্গলিক লজে। এদিনের সম্মেলন থেকে দাবি তোলা হয় রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়িকরণ, কর্মচারীদের ন্যায্য ডিএ প্রদান, এছাড়াও প্রতিবছর বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে বলে জোর আওয়াজ তোলেন অরাজনৈতিক সংগঠনটি। এদিন সম্মেলনে করিমপুর অঞ্চল তিনটি চক্রের কয়েকশ শিক্ষক উপস্থিত ছিলেন। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ এবং নদিয়া জেলা সভাপতি সুজয় কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct