সন্ত্রাসবাদের সংজ্ঞা
জুলফিকার আলি মিদ্দে
স্বাধীনতা সংগ্রাম যদি একটি ভাষা হয়
তার ব্যকরণ হলো নেতাজী
যে ব্যাকরণ রপ্ত করলে বীরপুরুষ হওয়া যায়।
একদা ব্রিটিশ ও তাদের পদলেহনকারীরা
নেতাজীকেও সন্ত্রাসী বলতো,
আজকে ওদের পরিভাষায় ফিলিস্তিনিরাও তাই।
মাথায় কিছুই ঢোকে না আমার,
সবকিছুই কেমন গোলমেলে লাগে,
তাহলে সন্ত্রাসবাদের সঠিক সংজ্ঞাটি কী?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct