নিজস্ব প্রতিবেদক, মগরাহাট, আপনজন: প্রায় ১৫ হাজারের অধিক ফিলিস্তিনি শিশু ও নারীদের নৃশংসভাবে হত্যা এবং গাজা ভূখণ্ডকে মৃত্যু নগরীতে পরিণত করার প্রতিবাদে ইজরায়েলী বর্বরদের প্রতি ধিক্কার জানাল ইসলামী গবেষণা পরিষদ এবং মজলুম ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয় মগরাহাটে। দোয়া করেন পরিষদের সভাপতি মুফতি জোবায়ের কাসেমী। উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হামিদ কাসেমী সহ গবেষণার পরিষদের গবেষকগণ। এদিন পরিষদ ও নব তা’লীমের সম্পাদক আজিজুল হক জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকালে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নব তালীমের রমযান সংখ্যা প্রকাশ হবে। ইসলামী গবেষণা পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন, হে বিশ্ববাসী, আমরা মুসলিম জাতি, পৃথিবী ধ্বংসের প্রাককালে নানা মত নানা রং নানান সংস্কৃতি,,সব মিলিয়ে এক হবে সেটাই মুসলিম জাতি। তিনি বলেন, ইহুদিরা ইসলামের শত্রু। একদিকে তারা আমাদের শত্রু অপরদিকে আমাদের হাদীসের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে। এখন আমাদের ঈমান ও আমলের দূর্বলতা আর বিশ্ব অনৈক্য ও বিচ্ছিন্নতা যত দ্রুত নিষ্পত্তি হবে তত দ্রুত গতিতে ইসলামের বিজয় হবে। মতাদর্শ দল মত পথ ভুলে গিয়ে উম্মতে মুহাম্মদী তথা বিশ্ব উম্মাহ এক রশিতে আবদ্ধ হতে হবে, কলেমার ঝান্ডাতলে সবাই কে আসতে।। সাম্প্রতিক সময়ে হিংসা বিদ্বেষ জাত পাত মত পিছনে রেখে ঐক্যের পথে মুসলিমদের এগিয়ে চলার আহ্বান জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct