মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুরে রবিবার সচ্চাষি ছাত্রমঙ্গল সমিতি তাদের ৮১ তম বার্ষিক সাধারণ সভায় দুঃস্থ মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং আর্থিক সহায়তা প্রদান করে। এদিনের এই অনুষ্ঠানে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যথাক্রমে ১৫ জন ও ৩১ জন এবং ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যথাক্রমে ১৯ জন ও ২৬ জন সর্বমোট ৯১ জন ছাত্রছাত্রীকে পুষ্পস্তবক, স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়।২০২৩ সালের উচ্চ মাধ্যমিকে ১৭ তম স্হানাধিকারী শোভন গাইনকে সংস্থা ২৮ মাস ধরে মাসিক বৃত্তি প্রদান করবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রথম থেকে দশম স্হানাধিকারী ৬৮ জন ছাত্রছাত্রীকে শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এই শ্রেণির মধ্যে প্রতি শ্রেণি থেকে প্রথম তিনজন করে মোট ১৫ জনকে এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হয়। দুঃস্থ মেধাবী ১৯ জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হয়। সমাজে নিজ নিজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এমন ২২ জন কৃতি ব্যক্তিকে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সল্টলেকের বিধাননগর কলেজের সহকারী অধ্যাপক ড.তীর্থপদ মাঝি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৌশিক সাউ, ড. চৈতন্য মন্ডল, ড.সুমন মন্ডল,ড. কল্যাণকুমার মন্ডল, ড. সত্যজিৎ মন্ডল প্রমুখ। উদ্যোক্তারা জানান, সমিতির প্রধান কাজ প্রকৃত দুঃস্থ মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীকে যথাযথ আর্থিক সহায়তা করা ও সম্বর্ধনা দেওয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct