ওবাইদুল্লা লস্কর, গঙ্গাসাগর, আপনজন: গত বছর গঙ্গাসাগর মেলার প্রাক্কালে কোলকাতার আউটরাম ঘাট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীর্থযাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, গঙ্গাসাগরে বারানসির আদলে শুরু হবে গঙ্গাআরতী, মেলা ঘিরেই গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের পবিত্র স্নান ঘাটে সেইদিনই শুরু হয়েছিল গঙ্গা আরতী। তবে মেলার পর বন্ধ থাকলেও আবার ও মেলার প্রাক্কালে ভারত সরকারের আয়োজনে শুরু হলো গঙ্গা সংস্কৃতি যাত্রা ও গঙ্গা আরতী। রবিবার সন্ধ্যায় গঙ্গাসাগরে গঙ্গায় গঙ্গা আরতীর সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। কুম্ভমেলার পর সবথেকে বড় মেলা অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগরে, আর এই মেলা ঘিরেই আজ ভারত সরকারের আয়োজনে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ও পবিত্র স্নান ঘাটে অনুষ্ঠিত হয় গঙ্গা সংস্কৃতি যাত্রা ও গঙ্গাআরতি, এই গঙ্গা আরতীর অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে রীতিমত হাজার হাজার মানুষ ভিড় গঙ্গাসাগরের পবিত্র এই স্নান ঘাটে। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের গীতাত্মানন্দ জি মহারাজ, উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন প্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের আধিকারিকরা জানান গঙ্গোত্রী থেকে শুরু হওয়া গঙ্গা সংস্কৃতি যাত্রা ও গঙ্গাআরতি গঙ্গাসাগরের এই পবিত্র ভূমিতেই শেষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct