টাইগার হিল
সামিম আক্তার
হাজার হাজার দর্শক আজ অপেক্ষায় দাঁড়িয়ে ,
কখন উঠবে তুমি জেগে তোমার ঘুম ভাঙিয়ে ।
কনকনে শীতে আজ কাঁপছে সারা দার্জিলিং শহর ,
তবু কেউ ভূলছে না করতে তোমার অমূল্য কদর।
ক্লান্ত আরোহী অতি ভোরে করেছে যে নিদ্রাচূর্ণ,
তোমায় এক দর্শনে করবে যে নিজের স্বপ্নপূর্ন ।
অবশেষে হলো যে প্রতীক্ষার পালা শেষ ,
তোমায় এক মুহূর্তে দেখা গেল সুন্দররূপে বেশ।
কালো আভা ভেদ করে তুমি উঠলে যখন পর্বতের গাবেয়ে,
ভ্রমণপিপাসু দর্শক উঠলো চেঁচিয়ে আনন্দে আপ্লুত হয়ে ।
দূরে দণ্ডায়মান বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার চূড়া,
মুহূর্তের অবর্তমানে তা হয়ে গেল রক্তিম শিরা ।
সৃষ্টিকর্তা সৃজিলেন বহু অলংকার দিয়ে এই সুন্দর টাইগার হিল,
শত শুকরিয়ায় হবে নাগো শেষ সৃষ্টির মহান মিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct