সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, রামপুরহাট, আপনজন: ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা,সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ রামপুরহাট শহর জুড়ে মহা মিছিল সংগঠিত হল। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডঃ আশীষ ব্যানার্জী ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক কাজল, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ভকত টিঙ্কু, বীরভূম জেলা আইএনটিটিইউসি সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, রামপুরহাট শহর আইএনটিটিইউসি সভাপতি আব্দুর রেকিব প্রমুখ। এদিনের সময় বক্তব্য রাখার পরে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সাংবাদিকদের জানান, ২৪ শে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ মুখ্য জবাব দেবে, উচিত শিক্ষা দেবে বিজেপি সরকারকে। ২০১৪ সাল থেকে যে নরেন্দ্র মোদির সরকার চলছে। ভারত বর্ষকে দেউলিয়া করে দিচ্ছে, যেভাবে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করছে, যেভাবে ব্যাংক ব্যবস্থা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জালিয়াতি ঘটিয়েছে। বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে জলের দরে নিজেদের স্বার্থে নিজেদের পছন্দমত ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। যেভাবে গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। এতে ভারতবর্ষের মানুষের বেঁচে থাকা দুঃসাহকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
যার কারণে ভারতবর্ষের মানুষ জোট বাঁধছে আগামী ২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত। ২৪-এর ভোটে দেশে পরিবর্তন ঘটবে বলে জানান পরিবহন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারী ডিসেম্বরে ডেট লাইনের কথা শুনতেই স্নেহাশীষ চক্রবর্তী উত্তরে বলেন ভারতবর্ষে যে ব্যাংক ব্যবস্থা রয়েছে গত ১০ বছরের সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা বড় বড় ব্যবসায়ীদের রাইটাপ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই টাকার পার্সেন্টেজের টাকা বিজেপি পার্টি ফান্ডে যাই বলে দাবি করেন পরিবহন মন্ত্রী। কারো টাকা ফেরত আনতে পারিনি এ সরকার এর পেছনে কোন দুর্নীতি রয়েছে তার তদন্ত হওয়া উচিত বলে দাবি করে। দিল্লিতে ১ হাজার কোটি টাকার বেশি অর্থ দিয়ে পার্টি অফিস তৈরি হয় বিজেপির। এ সমস্ত টাকা কোথা থেকে আসছে এর তদন্ত হওয়া উচিত।কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে বলে, ইডি ,সিবিআইকে ব্যবহার করছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসেরকে আক্রমণ বেশি করা হচ্ছে। বিজেপির পার্টি অফিস থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কার বাড়িতে যাবে কোথায় যাবে ঠিক করে দেয়া হচ্ছে। এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে। বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ আরও সঙ্গবদ্ধ হচ্ছে জোট বাঁধছে তারা তাদের জবাব দেবে আগামী লোকসভা নির্বাচনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct