সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রবিবার আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস বীরভূম জেলার খয়রাশোল দক্ষিণ চক্রের উদ্যোগে আজ উক্ত চক্রের সমস্ত বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নানান সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় কাঁকরতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।এদিনের অনুস্টানে উপস্থিত ছিলেন খয়রাশোল দক্ষিন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ রবিউল ইসলাম,স্পেসাল এডুকেটর গলেন রায়,কেকা সাহা,শিক্ষাবন্ধু ইকবাল আলম, সেখ রকিবউদ্দীন প্রমুখ।পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্ম্যাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জি, শিক্ষক উজ্জল হক কাদেরী,সমাজসেবী সেখ জয়নাল সহ বহু বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন সম্পর্কে এক সাক্ষাৎকারে খয়রাশোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম জানান- “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অন্যান্য শিশুদের থেকে আলাদা বা বিচ্ছিন্ন নয়।তারাও এই সমাজের সব শিশুর মতোই শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকবে। প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের শিখরে তারাও যেতে পারবে।এটাই হলো বিশ্ব প্রতিবন্ধী দিবসের আসল লক্ষ্য ও উদ্দ্যেশ্য”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct