মনজুর আলম, মগরাহাট, আপনজন: ‘মহরম ও শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান ‘মগরাহাট থানা সম্বনয়’ কমিটির উদ্যোগে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার পূজা কমিটিগুলির মধ্যে যারা নজর কেড়েছে তাদের প্রথম ,দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ পুরস্কার তুলে দেয়া হয় এবং মহরম অনুষ্ঠানের প্রথম , দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার তুলে দেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল। উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা, মগরাহাট থানার ওসি মোঃ আসাদুল শেখ, সিআই সুবির বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মধ্যক্ষ দুর্গাপ্রসাদ ভট্টাচার্য, থানা সমন্বয় কমিটির সদস্য জাফর আলী মোল্লা সহ কমিটির সদস্যরা। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরে চলে স্কুল ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct