মাফরুজা খাতুন, জয়নগর, আপনজন: রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দু’নম্বর ব্লকের বাইশ হাটা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর ৯৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজিত হয়। রাজ্যর আবাস যোজনা, একশো দিনের কাজের টাকা আটকিয়ে রাখার প্রতিবাদে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে। তারি প্রতিবাদে দিল্লিতেও আন্দোল করতে দেখা গিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ , বিধায়ক সহ বাংলার বঞ্চিত মানুষ। গত ২৩ শে নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ ডিসেম্বর রাজ্যর প্রতিটা বুথে বুথে প্রতিবাদ মিছিল করাতে হবে। সেই কথা মাথায় রেখে রবিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল এর নেতৃত্বে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ সভার মধ্যে দিয়ে বলেন বাইশহাটা অঞ্চলের অঞ্চল সভাপতি নুরহোসেন গাজী বাংলার প্রতি যে রাজ্য সরকার বঞ্চনা করছে ও ১০০ দিনের কাজের টাকা ও বাংলার আবাস যোজনা টাকা না দেওয়াতে ।সেই কথা মাথায় রেখে বাইশহাটা অঞ্চলের প্রতিটি বুথে বুথে প্রতিবাদ সভার করেন তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নুর হোসেন গাজী,পঞ্চায়েত সদস্য আক্তার উদ্দিন শেখ, ৯৪ নম্বার বুথ সভাপতি জাকির লস্কর সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct