মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জিৎ মন্ডল রাজ্য স্কুল মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র অর্জন করেছে। কয়েকদিন আগেই জেলার মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জিৎ । স্বভাবতই খুশির হাওয়া বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা দের মধ্যে । আগামী ৩ তারিখ আসানসোলে রাজ্যস্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ছুটির পর ছাত্রের অনুশীলন দেখে নিলেন শিক্ষকগণ। পঠন পাঠনের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের অন্যান্য বিভাগে পারদর্শী করে তোলার উদ্যোগ নিয়েছে বর্ধমান দুবরাজ দীঘি হাই স্কুল ।চলছে গান ,নাচ অঙ্কন সহ মার্শাল আর্টের প্রশিক্ষণ। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার মালিক জানালেন এই সব প্রশিক্ষণ আমাদের স্কুলের নিজস্ব তহবিল থেকেই ছাত্র-ছাত্রীদেরকে শেখানো হচ্ছে ।আমরা চাই লেখাপড়ার পাশাপাশি শারীরিক মানসিক ভাবে তারা দক্ষ হয়ে উঠুক । যাতে আগামী দিনে এরা নিজের পায়ে দাঁড়াতে পারে ।শেষে বলেন আমরা আশাবাদী জিৎ মন্ডল রাজ্য মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রেজা চৌধুরী জানালেন স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জিৎ মন্ডলের সাফল্য স্কুলের অন্যান্য পড়ুয়ারা এগিয়ে আসবে। জিৎ মন্ডল এই মুহূর্তে ব্রাউন বেল্ট পেয়েছে আগামী দিনে মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা স্কুলের পক্ষ থেকে করা হবে যাতে এর মাধ্যমে ও স্বনির্ভর হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct