আপনজন ডেস্ক: তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর মুখ খুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বাংলার বলেছেন, এটা বিজেপির সাফল্য নয়, পুরনো দলের ব্যর্থতা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির জয়ের প্রতিফলন নেই। বরং এটা দেখায় যে কংগ্রেস কীভাবে নির্বাচনী অনুশীলনে ব্যর্থ হয়েছে।তাই কুনাল ঘোষ বলেছেন, এবার ‘ইন্ডিয়া’ জোটের প্রধান মুখ মমতাই। ইন্ডিয়া জোট ৬ ডিসেম্বর জোট সঙ্ঘীদের নিয়ে বৈঠক ডেকেছে। তার আছে কুনাল ঘোষ তৃণমূলের পক্ষে বার্তা দিলেন, ইন্ডিয়া জোটের প্রধান মুখ মমতাকেই করা উচিত।কুনাল ঘোষের দাবি, কংগ্রেস ব্যর্থ হওয়ায় ইন্ডিয়া জোটের শকিদের উচিত লোকসভা বোটে মমতাকেই প্রধান মুখ বা মডেল করে এগিয়ে যাওয়া। কারণ, তৃণমূল কংগ্রেেই একমাত্র বিজেপিকে হােোনার ক্ষমতা রাখে। এ প্রসঙ্গে কুনাল বলেন, এই ব্যর্থতা থেকে কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত। যে রাজ্যে কংগ্রেস শক্তিশালী, সেখানে যদি কংগ্রেস দুর্গ রক্ষা করতে না পারে, তবে শিক্ষা নিতে পারে। কংগ্রেসের নেতাদের জমিদারি মনোভাব ছাড়তে হবে । দ্রুত বিরোধী নেতাদের ঠিক করতে হবে আগাম লোকসভা নির্বাচনে জোটের প্রধান মুখ কে হবেন। কুনাল আরও বরেন, একদিকে যেমন উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন, জনমুখী প্রকল্প তৈরিতে দেশে মডেল তিনি, তেমনি বিজেপির বিরুদ্ধে লড়াই করে সফল হওয়ার কৃতিত্ব মমতারই আছে। তাই গোটা দেশে মমতা মডেল জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। সেজন্য বিরোধীদের উচিত মমতা মডেলকে সামনে রেখেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই করা। কুণাল ঘোষ দাবি করেন, স্ট্র্যাটেজি কী হবে তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে যে যে পরামর্শ দিয়েছেন, সেগুলো যদি কার্যকর করতেন, তাহলে তিন রাজ্যে কংগ্রেসকে এভাবে হারতে হত না বিজেপির কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct