আপনজন ডেস্ক: মিয়ানমারের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে গতকাল শুক্রবার জান্তার সঙ্গে জাতিগত সংখ্যালঘুদের তীব্র সংঘাত হয়েছে। সংঘাতের কারণে ওই বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) যোদ্ধারা পূর্ব কারেন রাজ্যের কাওকারেক শহরে স্থানীয় সময় ভোর থেকে সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু করে। শহরটি এশিয়া হাইওয়ের পাশে অবস্থিত। এশিয়া হাইওয়ে মিয়ানমারের বৃহত্তম ইয়াঙ্গুনের সঙ্গে থাই সীমান্তবর্তী মিয়াওয়াদ্দি বাণিজ্যকেন্দ্রকে যুক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা কাওকারেক শহরের ভিভিওতে দেখা গেছে, রাস্তায় ডজনখানেক ট্রাক দাঁড়িয়ে আছে, আকাশে ধোঁয়া উড়ছে, মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। হাইওয়ের পাশে কাওকারেক থেকে ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কোনদোই শহরের একজন বাসিন্দা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকেই নিকটস্থ সামরিক ঘাঁটি থেকে গুলির শব্দ শুনেছেন। ইয়াঙ্গুন ও মিয়াওয়াদ্দির মধ্যে অবস্থিত এশিয়া হাইওয়ে সামরিক বাহিনী ও কেএনইউয়ের সংঘাতের কারণে কয়েক দশক ধরে প্রায়ই অবরুদ্ধ হয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct