সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা, আপনজন: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেতে গেলে পশ্চিমবঙ্গের বাঙালিদের ভিসা লাগবে কেন প্রশ্ন তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাঘরে এক সাহিত্য অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি।শনিবার সাহিত্য সুবর্ণ পরিবারের বার্ষিক উৎযাপন ২০২৩ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য প্রদানকালে বুদ্ধদেব সাউ বলেন, “বাংলাদেশে যেতে গেলে কেন ভিসা লাগবে। যেখানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভাষা, সংস্কৃতি এক। আমি যেন জীবদ্দশায় দেখে যেতে পারি বাংলাদেশে যেতে গেলে ভাষাই যথেষ্ট, ভিসা নয়।” “সাহিত্য সুবর্ণ” গোষ্ঠীর আয়োজনে ও “ভ্রমণ রসনা” গ্রুপের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সুবর্ণ-এর সম্পাদক অধ্যাপক ডক্টর ইমদাদ হোসেন। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু, অবসরপ্রাপ্ত অধ্যাপক জয়ন্ত কুমার গুপ্ত, সাহিত্যিক পার্থ সারথি গায়েন, সৈয়দ কাউসার জামান প্রমুখ। এদিন সকাল সোয়া ১১ টায় অনুষ্ঠানের শুরু হয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জয়ন্তী রায় ও সায়নী রায়। এরপর কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশিত হয়। কবিতা পাঠ করেন বাংলাদেশের দুই বোন ড. নাইমা খানম ও ড. শামিমা খানমসহ ৪ জন বাংলাদেশি। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে কবিতা পাঠ করেন শংকর সরকার, সুরিতা চৌধুরী, বিশ্বনাথ ভট্টাচার্য, ধীমান সরকার, অরুণ ভট্টাচার্য, মহম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।এদিন পুরস্কৃত হন অমরেন্দ্র কালাপাহাড়, সুমন বন্দোপাধ্যায়, শম্পা ভৌমিক, মৃণালকান্তি সাহা, নিশিত বরণ সিংহ রায়, সীমা সোম বিশ্বাস, তাপস কান্তি ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct