এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: জাতীয় সংগীত অবমাননা ও আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসাবে শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন গত বুধবারে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, ঠিক সেই সময়েই বিজেপি বিধায়করা আপত্তিকর শ্লোগান তুলে চেঁচাতে থাকেন । শুধু তাই নয় তৃণমূলের অভিযোগ আদিবাসীদের “অপবিত্র” বলেও অপমান করেছে বিজেপি। তারই প্রতিবাদে এ দিন সারা রাজ্যের পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷ ওই বিক্ষোভ সভায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের পাশাপাশি ব্লক ও আঞ্চলিক নেতৃত্বরাও উপস্থিত ছিলেন ৷ যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি । বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন বিজেপি কোনো দিনও জাতীয় সংগীতের অবমাননা করতে পারে না ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct