আপনজন ডেস্ক: নিউইয়র্কের রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ সান্তোসকে বহিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা। নৈতিকতাবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটে সদস্যপদ হারান তিনি। সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন সদস্য এবং প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ১১৪ জন।বহিষ্কার করতে প্রয়োজন ছিল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।তাঁর সহকর্মী আইনপ্রণেতারা তাঁকে ফৌজদারি দুর্নীতির অভিযোগে এবং প্রচারণার অর্থ অন্য খাতে খরচের অভিযোগে বহিষ্কারের পক্ষে ভোট দেন। এরপরই স্থানীয় সময় গতকাল শুক্রবার তাঁর সংক্ষিপ্ত কর্মজীবন শেষ হয়ে যায়। সান্তোস (৩৫) মার্কিন কংগ্রেস হাউস থেকে বহিষ্কৃত হওয়া ষষ্ঠ সদস্য।এর আগেও সান্তোসকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছিল। তবে সেবার ডেমোক্রেট নেতারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় রক্ষা পেয়েছিলেন তিনি।সান্তোস কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘আপনি কী জানেন? যেহেতু বেসরকারিভাবে ইতিমধ্যেই আমি আর কংগ্রেসের সদস্য নই, আমাকে আপনাদের একটি প্রশ্নেরও উত্তর দিতে হবে না। এই জায়গা নরক।’ এরপর একজন কর্মীকে সান্তোসের সাবেক অফিসের তালা পরিবর্তন করতে দেখা যায় এবং তাঁর নাম সম্বলিত দরজার চিহ্নটি সরিয়ে নেওয়া হয়। সান্তোস ২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। গত মে মাসে প্রতারণা, সরকারি তহবিল তছরুপ, মুদ্রা পাচার ও কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেওয়াসহ ১৩টি অভিযোগে সান্তোসকে অভিযুক্ত করেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সান্তোস প্রায় ১১ মাস স্থায়ী ছিলেন এই পদে। যা নির্ধারিত দুই বছরের মেয়াদের প্রায় অর্ধেক। তাঁর বহিষ্কারের বিষয়ে কংগ্রেসে কয়েক মাস ধরেই বিতর্ক এবং বিশৃঙ্খলা চলছিল। আসনটির জন্য বিশেষ নির্বাচন আহ্বান করার এখন ১০ দিন সময় আছে। সেই ঘোষণার ৭০ থেকে ৮০ দিনের মধ্যে নতুন প্রার্থী নির্বাচন করতে হবে।সম্প্রতি প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটির এক প্রতিবেদনে উঠে আসে, সান্তোস নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ নিজের জন্য ব্যবহার করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct