অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বালুরঘাটে ডিপো পরিদর্শন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন কুমারগঞ্জের বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অন্যতম বোর্ড অফ ডিরেক্টর তোরাফ হোসেন মন্ডল তাঁকে স্বাগত জানান। বালুরঘাটে ডিপো পরিদর্শনের সময় পার্থপ্রতিম রায় এর সাথে উপস্থিত ছিলেন ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী সহ আরো অনেকে। ডিপো পরিদর্শনের পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী বোল্লা কালী মন্দির উপস্থিত হয়ে পূজো দেন এনবিএসটিসি’র চেয়ারম্যান।জানা গিয়েছে, বালুরঘাট ডিপো খুব ভালো কাজ করছে। আগের তুলনায় আয় বেড়েছে অনেকটাই। শীঘ্রই শিলিগুড়ি-বালুরঘাট, কোচবিহার-বালুরঘাট নাইট সার্ভিস পরিষেবা চালু হতে চলেছে। এদিন শ্রমিক ইউনিয়নের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা।
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, “নিয়মিত চেষ্টা করি বিভিন্ন ডিপো গুলিতে পরিদর্শনে যাবার। টিকিট বিক্রয় থেকে শুরু করে, তেলের ব্যয় কেমন হচ্ছে ইত্যাদি নানা বিষয়গুলো ক্ষতিয়ে দেখি। বালুরঘাট ডিপো খুব ভালো পারফর্ম করছে। এই মাসে প্রায় ৯০ লাখ টাকা আয় করেছে।”পাশাপাশি পার্থপ্রতিম আরো জানান, “বেসরকারি বাস পরিবহনের সাথে আমাদের কোন প্রতিযোগিতা নেই। তবে অনেক যাত্রী জানিয়েছেন, তারা আমাদের বাসে যাতায়াতে কম্ফোর্টেবল ফিল করেন। পাশাপাশি অনেক যাত্রী অনুরোধ করেছেন রাতের বাস পরিষেবা চালু করবার জন্য। আমাদের ৭৩ টি নতুন বাস পথ চলা শুরু করতে চলেছে। এর মধ্যে ৪৩ টি বাস ইতিমধ্যে মধ্যে চলে এসেছে। বাকি বাস গুলো খুব দ্রুত চলে আসবে, যার মধ্যে কিছু এসি বাস রয়েছে। আমরা চেষ্টা করব কোচবিহার-কলকাতার পাশাপাশি কোচবিহার-বালুরঘাট, শিলিগুড়ি-বালুরঘাট এক দুটো নাইট সার্ভিস চালু করবার। খুব অল্প সময়ের মধ্যে বাস গুলির ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া শুরু হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct