সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর সফরের আগে বন্ধ হয়ে গেল বানারহাট এর আরও একটি চা বাগান। এবার বন্ধ হলো ডুয়ার্সের রিয়াবাড়ি চা বাগান। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি চা বাগান খুলে গিয়ে মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে অন্য আরও একটি বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে সেখানে কর্মরত শ্রমিকদের।
জানা গিয়েছে, বানারহাটের রিয়াবাড়ি চা বাগান ছেড়ে মালিক পক্ষ চলে যাওয়ায় প্রায় ১৫০০ জন শ্রমিক হারালেন কাজ। এদের মধ্যে ৯৫০ জন স্থায়ী শ্রমিক ও ৫৫০ জন অস্থায়ী শ্রমিক ছিলেন। খবর মিলেছে, নিত্যদিনের মতো চা বাগানে কাজে গিয়েছিলেন ওই শ্রমিকরা।
তবে বাইরে থেকে বন্ধ ছিল কারখানার গেট। খবর দ্রুত চাউর হয়ে যায় শ্রমিক মহল্লায়। শ্রমিকরা দেখেন চা বাগানের কারখানার গেট বন্ধ।
শাকিলা খাতুন নামে এক চা শ্রমিক বলেন, “আজও সকালে কাজে এসেছিলাম। তখনই শুনি বাগান মালিক তালা দিয়ে চলে গিয়েছে। তবে নোটিশও লাগায়নি এখনও। এখানকার চা বাগানের নেতারা এসেছেন। দেখি কী করা যায়।”
তৃণমূল চা শ্রমিক সংগঠনের নেতা কুমার বিশ্বকর্মা বলেন, “আমাদের কাজের সময় বাড়ানোর জন্য বাগান কর্তৃপক্ষ অনেক দিন ধরেই চাপ দিচ্ছিল। রাত্রি ১টা অবধি কাজ করার কথা বলছিল। তার বদলে অতিরিক্ত মজুরিও দেবে না। এখানে বাঘ-ভাল্লুক বাগানে ঘুরে বেড়ায়। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কে কাজ করবে? তাই আমরা মালিকের কথা শুনিনি। এরপর আজ দেখি কোনও নোটিশ না দিয়েই কারখানার গেটে তালা মেরে দেওয়া হয়েছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct