সজিবুল ইসলাম, ডোমকল: বিশুদ্ধ পানীয় জলের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ সাগরপাড়ায় জলের ডাম হাতে নিয়ে বিক্ষোভ মহিলাদের। মু্র্শিদাবাদের সাগরপাড়ার থানার ঘটনা। ঘটনার পর সাগরপাড়া থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সাগরপাড়া থানার সীমান্তবর্তী চকচৈতন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত জল পান করছেন। বহূদুর থেকে অন্য গ্রাম থেকে জল এনে খেতে হচ্ছে গ্রামের মানুষদের । অনেকেই জল কিনে খেতে বাধ্য হচ্ছেন।
পাশাপাশি গরীব মানুষ জল কিনতে না পেরে আর্সেনিকযুক্ত জলই পান করছেন।
পানীয় জলের দাবিতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত অফিসে এবং জলঙ্গী বিডিও অফিসে যোগাযোগ করা হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে খুশি ঘোষ নামের এক গৃহবধূ জানান তিনি আরও বলেন এদিন বাধ্য হয়ে গ্রামবাসীরা সাগরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। মহিলারা জলের ডাম হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
সেলাফি মন্ডল জাননা দীর্ঘ দিন ধরে আর্সেনিক যুক্ত জল খেয়ে আসছি বিভিন্ন দপ্তরে জানিও কোনো সুরাহা না মেলায় বাধ্য হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন।
শেষ পর্যন্ত সাগরপাড়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের মৌখিক আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct