আপনজন ডেস্ক: বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আবারও মসজিদ ও মাদ্রাসা সম্পর্কে বিষ উগরে দেন। তিনি বলেছেন যে বিহারে প্রচুর পরিমাণে অবৈধ মসজিদ ও মাদ্রাসা বিকাশ লাভ করছে যা দেশের জন্য বিপজ্জনক। তিনি নীতীশ কুমার সরকারের কাছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গিরিরাজ সিং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা উল্লেখ করে বলেছেন, দ্রুত ক্রমবর্ধমান অবৈধ মসজিদ ও মাদ্রাসার সংখ্যা দেশের জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে তিনি বলেন, বিহারে অবৈধ মসজিদ ও অবৈধ মাদ্রাসার বন্যা দেখা দিয়েছে এবং রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে এবং এর ফলে শুধু বিহার নয়, গোটা দেশের নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে। গিরিরাজ সিং দাবি করেছেন যে বিহারে ছড়িয়ে থাকা অবৈধ মাদ্রাসা এবং মসজিদগুলি অবিলম্বে বন্ধ করা উচিত এবং এর সাথে বৈধ মাদ্রাসায় বিজ্ঞান শিক্ষা চালু করা উচিত যাতে ভারতীয় প্রযুক্তির বিকাশ ঘটে যাতে শিশুরা উন্নত শিক্ষা পেতে পারে। এদিকে, বিজেপি নেতা লালু-নীতীশ জোটেরও সমালোচনা করে বলেছেন যে এই জোটের তুষ্টির রাজনীতি ছেড়ে বিহারের কথা ভাবা উচিত।বিহারের মানুষের সম্পদ ও ধর্ম বিপন্ন হয়। এমনটা হলে এর জন্য দায়ী থাকবেন শুধু নীতীশ ও লালু।
উল্লেখ্য, এই প্রথম নয় যে গিরিরাজ সিং নীতীশ সরকারকে আক্রমণ করেছেন। এর আগেও বহুবার নীতীশ কুমারের ওপর রাগ করেছেন তিনি। বিহারের নীতীশ সরকার নালন্দার মাদ্রাসা আজিজিয়ার পুনর্গঠনের জন্য ৩০ কোটি টাকা ঘোষণা করার পরেও, গিরিরাজ সিং নীতীশ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct