আপনজন ডেস্ক: ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্রনগর করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। ফিরোজাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন শুক্রবার এই বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছিল। ফিরোজাবাদের নতুন নামকরণের প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার আরও কয়েকটি শহর ও শহরের নাম পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফিরোজাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কামিনী রাঠোর বলেন, রাজা চন্দ্রসেনের শাসনাধীনে শহরটির পুরানো নাম ছিল চন্দ্রনগর। মুঘল আমলে মুঘল সামরিক কমান্ডার ফিরোজ শাহ চন্দ্রসেনকে পরাজিত করার পর চন্দ্রনগরকে ফিরোজাবাদে পরিবর্তিত করা হয়। এর আগে আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার সুপারিশ করা হয়। বিরোধী সদস্যরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর প্রথম মেয়াদে ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা, ও এলাহাবাদকে প্রয়াগরাজ করেছিলেন। মুঘলসরাই রেল স্টেসনের নাম করণ করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct