আপনজন ডেস্ক: শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনের আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানাল বিরোধীরা। সেই সঙ্গে কংগ্রেসের লোকসভা নেতা অধীর রঞ্জন চৌধুরী শনিবার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বলেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হলে তা হবে অত্যন্ত গুরুতর শাস্তি।
স্পিকারকে লেখা চার পাতার চিঠিতে চৌধুরী সংসদীয় কমিটির বিধি ও প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, বিশেষাধিকার কমিটি ও নৈতিকতা কমিটির ভূমিকা, বিশেষ করে দণ্ডের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো সীমানা নেই।
স্পিকারকে লেখা চিঠিতে অধীর বলেন, ‘মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করার বিষয়ে এথিক্স কমিটির সুপারিশ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যদি সঠিক হয়, তাহলে সম্ভবত এটিই হবে লোকসভার এথিক্স কমিটির প্রথম সুপারিশ। তিনি আরও বলেন, সংসদ থেকে মহুোকে বহিষ্কার করা হলে তা হবে একটি অত্যন্ত গুরুতর শাস্তি এবং এর ব্যাপক প্রভাব পড়বে।
পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী বলেন, স্বাধিকার রক্ষা কমিটি এবং এথিক্স কমিটির ভূমিকা স্পষ্ট নয়। কোনটি আচরণবিধি, কোনটি অনৈতিক আচরণ, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। তিনি প্রশ্ন তুলেছেন, এথিক্স কমিটির সুপারিশ চেয়ারম্যান এবং অন্য কয়েকজন সদস্য প্রকাশ্যে নিয়ে আসেন কী করে। শুধু তাই নয়, চেয়ারম্যান তা নিয়ে মতামতও জানিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, কমিটি যে পদ্ধতি অনুসরণ করছে তা সহ এই বিষয়গুলি গভীর মনোযোগের প্রয়োজন হতে পারে এবং স্পিকারের নির্দেশনায় প্রক্রিয়াগুলি সুশৃঙ্খল করা যেতে পারে।
অধীর বলেন, আমি মনে করি না, মহুয়া কোনও অন্যায় করেছেন। সাংসদ তো সংসদে প্রশ্ন করবেনই। অপছন্দের প্রশ্ন হলে সাংসদের মুখ বন্ধ করার জন্য কেন এত ব্যস্ততা।
তবে, ‘ক্যাশ ফর কোয়েরি’ মামলায় মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট সোমবার লোকসভায় পেশ করা হবে। লোকসভা সচিবালয় থেকে প্রচারিত এজেন্ডা পেপার অনুযায়ী, এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকর প্যানেলের প্রথম রিপোর্টটি হাউসের টেবিলে উত্থাপন করবেন।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষ ও উপহারের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগ করেছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাই। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে ‘ঘুষ’ নিয়ে সংসদে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন। এরপর মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটি তদন্ত করে। গত ৯ নভেম্বর কমিটির বৈঠকে মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে রিপোর্ট গৃহীত হয়।
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে শনিবার সংসদে রাজনৈতিক দলগুলির নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, গৌরব গগৈ, প্রমোদ তিওয়ারি, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ফৌজিয়া খান। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা খবর পাচ্ছি, আমাদের সাংসদকে বহিষ্কার করা হবে। এখিক্স কমিটির সুপারিশ বাইরে এল কী করে, জানতে চাই। তিনি সংসদে এ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান।
তবে, রাজনৈতিক মহলের ধারণা সবাইকে অবাক করে দিয়ে যেভাবে অধীর মহুয়ার সমর্থনে চিঠি লিখেছেন তা রাহুল গান্ধির নির্দেশে। লোকসভা নির্বাচনের আগে মহুয়াকে অধীরের সমর্থন তৃণমূলের প্রতি জোটের বার্তা কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। কারও মতে, অধীরের বিরুদ্ধে যাতে তৃণমূল কোনও জোরদার প্রার্থী না দেন তার জন্য হয়তো রাস্তা খোলা রাখছেন অধীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct