নিজস্ব প্রতিবেদক, ধুবুলিয়া, আপনজন: ভয়েস পাবলিক স্কুল ও ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ভয়েস পাবলিক স্কুল ধুবুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ফ্রী মেডিকেল চেকআপ ক্যাম্প। সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি মিশন ক্যাম্পাসে রক্তের বিভিন্ন রকম পরীক্ষা, ডায়াবেটিস, ফিজিওথেরাপি, ফিজিশিয়ান দ্বারা স্বাস্থ্য পরীক্ষা ,চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে মিশনের পার্শ্ববর্তী গ্রামের অসহায় দরিদ্র মানুষ ,মিশনের ছাত্রবৃন্দ, শিক্ষক ও শিক্ষাকর্মীদের চিকিৎসার পরিষেবা ও পরামর্শ দেন উপস্থিত চিকিৎসকরা। বিনামূল্যে চিকিৎসা নিতে সকাল থেকে পার্শ্ববর্তী গ্রামের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল অসহায় ও আর্ত মানুষের সেবা করা। বিনামূল্যে চিকিৎসা নিতে আসা গ্রামবাসীরা মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আগামী দিনে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়াতে তারা সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকবৃন্দও অগণিত মানুষের সমাগম দেখে উচ্ছ্বাসিত হয়ে আগামী দিনে এরকম ক্যাম্প আবারো করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct