আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: শান্তিনিকেতনের পৌষ মেলা আলোচনা নিয়ে অন্ত নেই। তারই মধ্যে এবার বিশ্বভারতী কলাভবন বিভাগের নন্দন মেলা শুরু হয়ে গেল প্রস্তুতি পর্ব।আর কয়েক ঘন্টা রাতপোহালেই শুরু হয়ে যাবে নন্দন মেলা।বিশ্বভারতী কলা ভবনের ছাত্র-ছাত্রীরা এই মেলাকে ঘিরে উন্মাদনা চরমে।এই মেলার ঠিক শুরুর আগে দিন রাত এক করে ছাত্র-ছাত্রীরা মেলার আয়োজন করে চলেছে। এবারে এই নন্দন মেলা ৫০ বছরে পা দিল। তাই এবারে বিশ্বভারতীর কলাভবন বিভাগের ছাত্র ছাত্রীরা এই মেলাটা কে এক নজির বিহীন গড়ে তোলার চেষ্টা করছে। এই নন্দন মেলা চলবে দুদিন ১লা ডিসেম্বর ও ২রা ডিসেম্বর। এই মেলাতে কলা ভবন বিভাগের সমস্ত জিনিসপত্র ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতের তৈরি কাজ প্রদর্শন করে থাকে। বলা যেতে পারে একপ্রকার তাদের এই নন্দন মেলায় ওর্যাকশপের এর ও আয়োজন করা হয়।এই নন্দন মেলায় যে সমস্ত জিনিস বেচাকেনা হয় তার যে মূল্য পরিমাণ টাকাটা উঠে আসে সেই টাকাটা বিশ্বভারতির কলাভবন বিভাগের ফান্ডে জমা করা হয়ে থাকে।নন্দন মেলায় শুধু মাত্র কলাভবন বিভাগের ছাত্র ছাত্রীরা থাকে তা নয় ।আশেপাশের সাধারন মানুষ জন কেও দেখা যায়।এই নন্দন মেলা তে দুদিনে ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান তুলে ধরে এবং আনন্দে উৎফুল্ল হয়ে যায়। পাশাপাশি এই নন্দন মেলার মূল উৎস নন্দদুলাল বসুর জন্মদিন কে স্মরণ করার জন্যই এই মেলা শুরু হয়েছিল ১৯৭০ সালে এমনটাই জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct