আপনজন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দি বিনিময়ের আওতায় মুক্তি পেয়েছেন প্রখ্যাত ফিলিস্তিনি তরুণী অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি। বুধবার (২৯ নভেম্বর) রাতে তাকে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আহেদ তামিমি ২০১৭ সালে এক ইসরায়েলি সেনাকে চড় মেরে আলোচনায় আসেন । এরপর থেকেই তাঁকে ফিলিস্তিনি বীরকন্যা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ২২ বছর বয়সী আহেদ তামিমিকে গত ৬ নভেম্বর অধিকৃত পশ্চিমতীরের শহর নবী সালেহ থেকে ইসরায়েলি বাহিনী আটক করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ আছে বলে জানা ইসরায়েলি বাহিনী। তাকে গ্রেপ্তারের এক সপ্তাহ আগেই আহেদ তামিমির বাবাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ইসরায়েল ষষ্ঠ দফায় যে ৩০ জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দেয়, তাদের অন্যতম ছিলেন আহেদ তামিমি। শুরু থেকেই তার মুক্তির জন্য ইসরায়েলের ওপর চাপ দিয়ে যাচ্ছিল হামাস। গতকাল মুক্তির পর তিনি রামাল্লায় পেঁছলে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় সবাই । একই দিনে হামাস চার থাই নাগরিকসহ মোট ১৬ জন জিম্মিকে মুক্তি দেয়। এদের মধ্যে দুইজন ইসরায়েলি-রুশ নারী রয়েছেন। আহেদ তামিমি এখন হয়ে ওঠেছেন ফিলিস্তিনের কণ্ঠস্বর ফিলিস্তিনিদের মুক্তি এবং ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct