সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ১০০ দিনের ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বাংলার মানুষের ১০০ দিনের টাকা , ও বাড়ি আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার এই অভিযোগ বারবার করতে দেখা গেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে । এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সহ সকলে অসংখ্য চিঠি অমিত শাহর দপ্তরে প্রেরন করলো । এদিন পোস্ট অফিসে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত । এই বিষয়ে সুব্রত দত্ত কি বললে , কেন্দ্রীয় সরকার এ দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষদের । সেই টাকা আদায় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি পাঠানো হলো ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct