দেবাশীষ পাল, মালদা, আপনজন: গাজোলে কদুবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ীভাবে রাস্তা লাগু যেসব দোকান রয়েছে প্রশাসনের তরফ থেকে দোকানগুলি রাস্তা ছেড়ে দোকান করার জন্য জানানো হয়। রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদার চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এবং গাজোল ব্যবসা সমিতির সহযোগিতায় এই দিন দুপুরে গাজোলের কদুবাড়ি মোড় এলাকায় যে সমস্ত অস্থায়ী দোকানগুলি জাতীয় সড়কের দিকে এগিয়ে দোকান করেছে সেই সব ব্যবসায়ীদের দোকান পিছিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়।জাতীয় সড়কে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে রোল প্লাজার আধিকারিকদের নিয়ে এসডিও সদর মালদা পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে কদুবাড়ী এলাকায় যে সমস্ত ব্যবসায়ী দোকান রোডের দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে সাত দিনের মধ্যে সরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়। এই অভিযানে গাজোল থানার পুলিশ ও সঙ্গে ছিল।
এই দিন এ উপলক্ষে উপস্থিত ছিলেন মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং , গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর কোষাধক্ষ হিমাদ্রি রায়, গাজোল ব্যবসায়ী সমিতির পক্ষে গৌতম সরকার রাজেশ প্রসাদ সুশীল মন্ডল সহ অন্যান্যরা। মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং বলেন, রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদার চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এবং গাজোল ব্যবসা সমিতির সহযোগিতায় কদুবাড়ি এলাকায় রাস্তার পাশে দোকান গুলিকে রাস্তায় সাথে দোনান না রাখা হয় সমস্যা পরতে হছে গাড়ি চালকদের। এই নিয়ে আজ সচেতন সহ দোকানগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয় সমস্যা যেন না পড়ে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct