সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: নিরক্ষরদের সাক্ষর করার কার্যক্রম পরিচালনা করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার “ভাঙড় নবোদয় সমিতি।” “রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন” এই কার্যক্রম পরিচালনায় সহায়তা দিচ্ছে। ৯ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকে ২৭ টি কেন্দ্রে শুরু হয়েছে সাক্ষরতা কার্যক্রম। ২৭ জন শিক্ষক শিক্ষাদান করছেন ১০৮০ জন শিক্ষার্থীকে। শানপুকুর অঞ্চলের চন্ডিহাট, বামনঘাটা অঞ্চলের বামনঘাটা, হাটগাছা, ঢালীপাড়া, চালতাবেড়িয়া অঞ্চলের চকমরিচা, ভোগালি ২ নম্বর অঞ্চলের পুর্ব কাঁঠালিয়া প্রভৃতি গ্রামে কেন্দ্র খোলা হয়েছে। ১৫ থেকে ৯০ বছর বয়সী নিরক্ষর ব্যক্তি সাক্ষরতা অভিযানে অংশ নিতে পারবেন। ৩ মাস সময়সীমার মধ্যে সাক্ষর করে তোলার লক্ষে কাজ করা হচ্ছে।সম্পূর্ণ বিনা মূল্যে নিরক্ষরদের স্বাক্ষর অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষা উপকরণ ও বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এমনকি পুষ্টিকর খাবার ও দেওয়া হচ্ছে শিখতে আসা ব্যক্তিদের । ভাঙড় নবোদয় সমিতির সম্পাদক শাহানুর ইসলাম আপনজন প্রতিনিধিকে জানান, রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন-এর ‘বিদ্যা’ প্রকল্পের আওতায় নিরক্ষরদের স্বাক্ষর অভিযান পরিচালিত হচ্ছে। শীঘ্রই ভাঙড়ে আরও ৫০টি কেন্দ্র চালু করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct