দেবাশীষ পাল, মালদা, আপনজন: বৈষ্ণবনগরে সাউথ মালদা কলেজে ছাত্রর চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীরা পড়াশুনায় এগিয়ে যাচ্ছে । সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। সরকার প্রশাসন ছাত্রীদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট নজর দান করছেন এমনই কথাগুলো বললেন সাউথ মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ আহমেদ হোসেন। বৃহস্পতিবার নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল বার্ষিক পুরস্কার বিতরণ পর্বও। মুখরিত থাকল কলেজ প্রাঙ্গন। নবীন বরণ উৎসব অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও বহিরাগত শিল্পী সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। কলেজের ছাত্র ছাত্রীর আবৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম নজর কাড়ে ও দীর্ঘদিন পর নবীন বরণ অনুষ্ঠান ঘিরে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় ও সাউথ মালদা কলেজের ছাত্র-ছাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। প্রদীপ প্রজ্জলন, উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । কলেজের অধ্যাপক, অধ্যাপিকারা উদ্বোধনী সংগীত পরিবেশনে নজর কাড়েন । স্বাগত ভাষণ দেন সাউথ মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ আহমেদ হোসেন সহ অন্যান্যরা । কলেজের অতীত ইতিহাস ও বিভিন্ন দিক আলোকপাত করেন অধ্যপক অধ্যাপকা । সাড়ে চার হাজার ছাত্রছাত্রী সম্মিলিত এই কলেজে ছাত্রী সংখ্যাই বেশি। কলেজ যা কলেজের শিক্ষকদের কথায়, ছাত্রীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। শিক্ষার সচেতনতা প্রসার লাভ করছে। সরকার মেয়েদের জন্য যথেষ্ট নজর দান করছে শিক্ষা থেকে বিভিন্ন ক্ষেত্রে। কলেজের অধ্যক্ষ ছাত্রীর বেশি উপস্থিতি এই কলেজে তার প্রশংসা করেন। অনেক গরীব দুঃস্থ ছাত্রছাত্রীরা পঠন-পাঠন করেন তাদের প্রতি লক্ষ্য রাখা হয় । আগামীতে শিক্ষায় এবং সামগ্রিক ক্ষেত্রে এই কলেজ এগিয়ে যাবে আশা প্রকাশ করেন নয়া অধ্যক্ষ। নবীন বরণে ২ হাজার ছাত্র-ছাত্রীকে গোলাপ ও নবীন বরণ অভ্যর্থনে জানানো হয়। এছাড়াও এই কলেজে বিভিন্ন বিভাগে, এনসিসি, রাজ্য স্তরে খেলায় তিনজন ছাত্র ছাত্রী সহ মোট ১৭ জন ছাত্রছাত্রীকে মোমেন্টো ও শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। সাংস্কৃতিক কার্যক্রমে ছাত্র-ছাত্রী দের অংশগ্রহণ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। প্রসঙ্গত এই কলেজ স্থাপিত হয় ১৯৯৫ সালে। মাত্র ৮০ জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করে বর্তমানে ছাত্র-ছাত্রী সাড়ে চার হাজার। বহু অধ্যাপক অধ্যাপিকা শিক্ষানুরাগী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বর্নাঢ্য নবীন বরণ অনুষ্ঠান নজর কাড়ে । আধুনিক কিছু গান ও মিউজিক দারুন ভাবে উপভোগ করেন ছাত্র-ছাত্রীরা। প্রচুর ছাত্র ছাত্রী মোবাইলে গানের অনুষ্ঠানের ছবি মোবাইল বন্দী করতে ব্যস্ত ছিল। ক্লান্তী একঘেয়ে মধ্যে এই মুহূর্তে নবীন বরণ অনুষ্ঠান সাংস্কৃতিক উৎসাহে ছাত্রছাত্রী মধ্যে কিছুটা প্রাণ সঞ্চার করল। এতে কোন সন্দেহ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct