আপনজন ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এক্সচেইঞ্জ কোম্পানি বিন্যান্সের প্রমোশন করে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ সুপারস্টারের অনুপ্রেরণায় ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠানটির পেছনে অর্থ খরচ করে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার নামে মামলা করেছেন তিন ভুক্তভোগী। খবরটি নিশ্চিত করেছে ডিজিটাল বাণিজ্য বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কয়েনটেলিগ্রাফ। ২০২২ সালের নভেম্বরে রোনাল্ডোকে পার্টনার করে বিন্যান্স ‘সিআরসেভেন’ নামে নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) বাজারে ছাড়ে। মুদ্রার ক্ষেত্রে যেমন বিটকয়েনকে ডিজিটাল সমাধান ধরা হয়, ঠিক তেমনই বিভিন্ন সংগ্রহযোগ্য দ্রব্যের ডিজিটাল রূপ হলো এনএফটি। নতুন ক্রিপ্টোপ্রেমীদের কল্যাণে ডিজিটাল আর্টিস্টগণ এনএফটি বা একধরনের ডিজিটাল সম্পত্তি ব্যবহার করে ভালো অর্থ আয় করছেন। রোনাল্ডোর সংশ্লিষ্টতা থাকায় বিন্যান্সের সেই এনএফটিতে বিনিয়োগ করেন অনেকে। তাছাড়া বছরজুড়ে সমর্থনের জন্য রোনাল্ডোর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাও করা হয়েছিল। সংবাদ মাধ্যম কয়েনটেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় মামলার বাদীরা বলছেন- রোনাল্ডো অস্বীকৃত প্রতিষ্ঠান বিন্যান্সের প্রচারণা, বিনিয়োগ এবং কাজে সহায়তা করেছেন। এই ফুটবল তারকার প্রচারণায় উদ্বুদ্ধ হয়েই বিন্যান্সে বিনিয়োগ করেন বলে জানিয়েছেন তারা। যার ফলে তারা নাকি ক্ষতিগ্রস্তও হয়েছেন!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct