মিলটন মণ্ডল, করিমপুর, আপনজন: বৈদ্যুতিক স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ ও কুইন্টাল প্রতি কাঁচা পাটের দাম কমপক্ষে ৮০০০ টাকা করার দাবিতে বুধবার ডেপুটেশন জমা দিলো করিমপুর ওয়ান ব্লকের সর্বভারতীয় কৃষক সভা কমিটি। করিমপুরের জেসিআই এর দফতর ও করিমপুর বিদ্যুৎ অফিসে ডেপুটেশন জমা দেওয়া হলো এদিন।বিদ্যুৎ সংক্রান্ত চার দফা দাবি ও চাষীদের সমস্যা তুলে ধরে ডেপুটেশন জমা দেওয়া হলো করিমপুর ওয়ান ব্লকের পশ্চিমবঙ্গ সর্বভারতীয় কৃষক সভা কমিটির তরফে। স্টেশন ম্যানেজার বিদ্যুৎ অফিসের ভেতরে না থাকায়, এই ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। অবশ্য পরে বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে করিমপুর ইলেক্ট্রিসিটি অফিস এক্সজুকিউটিভের হাতে ডেপুটেশন জমা দেন। সর্বভারতীয় কৃষক সভা কমিটির সদস্য সন্দীপক ব্যানার্জী ডেপুটেশন জমা দেওয়ার পর ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা আজ বৈদ্যুতিক স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ জানিয়ে বেসরকারীকরণ ছাড়াও বৈদ্যুতিক গ্রাহকদের ১০০ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এই ডেপুটেশন জমা দিতে গিয়ে চরম বিষশৃঙ্খলতার সৃষ্টি হয়, স্টেশন ম্যানেজারকে আগাম জানানোর পরও তিনি অফিসে ছিলেন না। বারবার ফোন করেও তিনি অফিসে এসে আমাদের কথা শোনেন নি। পরে আমরা করিমপুর বিদ্যুৎ অফিস ইসজিকিউটিভের হাতে ডেপুটেশন জমা দিই। এদিকে করিমপুর বিদ্যুৎ অফিস এক্সজিকিউটিভ বাবুলাল খাটুই বলেন, এই ডেপুটেশন জমা নিয়েছি। এই সম্পর্কে আমার কিছু বলার নেই। যা বলার আমাদের স্যার বলবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct