আব্দুস সামাদ মন্ডল, ফুরফুরা, আপনজন: রাজ্যের অন্যতম তীর্থকেন্দ্র হুগলির ফুরফুরা শরীফের যাত্রীদের সুবিধার্থে রাজ্য সড়কের ৩১ নম্বর রুটে বিগত বছরে এই রুটে কমবেশি ২৮টি বাস চলাচল করত। বর্তমানে একটিও বাস চলাচল করে না। মানুষকে তীর্থস্থানে আসতে বা এলাকার মানুষদের মহকুমা, আদালত, জেলার কোন কাজে যেতে হলে ব্রেক করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এই অভিযোগ তুললেন ফুরফুরার পীরজাদা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী।এ ব্যাপারে এক ভিডিওবার্তায় বিধানসভার সামনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, রুটে বাস না চলায় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কষ্টকর হচ্ছে এবং আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন, তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করলে রাজ্যের পরিবহণ মন্ত্রী আশ্বস্ত করেন, অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এখন দেখার কতদিনে এই সমস্যার সমাধান হয়। যদি সমাধান না হয় তাহলে আমি রাজ্যের অভিভাবিকা তথা মুখ্যমন্ত্রী নিকট দ্বারস্থ হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct