আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে। তবে টেস্ট দলে রাখা হয়েছে দুজনকেই।রোহিতের জায়গায় ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল। আর টি–টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ভারতের নেতৃত্বে তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারা সূর্যকুমার বাদ পড়েছেন এ সংস্করণের দল থেকে। চোটের কারণে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের দলে নেই সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিও। তিনি অবশ্য ভারতের টেস্ট দলে ফিরেছেন। তবে তাঁর খেলার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ওপর। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও যশপ্রীত বুমরা। টেস্ট দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ৩টি করে টি–টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে খেলবে ২টি টেস্ট।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
ভারতের টি–টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ভারতের ওয়ানডে দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct