আপনজন ডেস্ক: বারাণসী জেলা আদালত বৃহস্পতিবার ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষক সংস্থাকে জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দিয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী মদন মোহন যাদবেরমতে, রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত তিন সপ্তাহ সময় চেয়ে এএসআইয়ের আবেদন গ্রহণ করে জেলা জজ এ কে বিশ্বেশ বলেন, তিনি আশা করেন যে এএসআই আর সময় চাইবে না। আগামী ১১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বিভিন্ন বিশেষজ্ঞের দ্বারা উত্পাদিত তথ্য ের সংমিশ্রণের জন্য আরও তিন সপ্তাহ সময় প্রয়োজন বলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মঙ্গলবার এএসআইয়ের আবেদনের শুনানি করছিল আদালত। সপ্তদশ শতাব্দীর মসজিদটি হিন্দু মন্দিরের পূর্ব-বিদ্যমান কাঠামোর উপর নির্মিত হয়েছিল কিনা তা নির্ধারণের জন্য আদালতের নির্দেশের পরে এএসআই ৪ আগস্ট জ্ঞানবাপি প্রাঙ্গণের ব্যারিকেড যুক্ত এলাকায় সীমক্ষা শুরু করে। মুসলিম পক্ষের আইনজীবী মোহাম্মদ ইখলাক আরও সময় চেয়ে আবেদনের তীব্র বিরোধিতা করেন এবং যুক্তি দেন যে এএসআই কোনও যথাযথ কারণ ছাড়াই বারবার প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইছে। এর অবসান হওয়া উচিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct